জিবি নিউজ ।।
আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে আবদুল গাফফার চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম। তিনি বর্তমানে লন্ডন প্রবাসী। আব্দুল গফফার চৌধুরী জন্মবার্ষিকী উপলক্ষে জিভিটিভি অনলাইন লাইভ এর পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। জামাল খান এরউপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সাংবাদিক মকিস মনসুর ।অতিথিরা বলেনএই গুণীজন দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের মধ্যে আমরা স্যার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং বিরোধী পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানানো হয় জি বিটিভপথেকে ওনাকে ধন্যবাদ জানানো হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন