ইউকে বিডি টিভির আয়োজনে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার নোরা শরীফ স্মরণে ভার্চুয়াল স্মৃতিচারণ সভা অনুষ্টিত


কাওছারুল আলম রিটন : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক
 বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রেন্ডস অব বাংলাদেশ পদকে ভূষিত  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সহ ধমিনী ব্যারিস্টার নোরা শরীফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ইউকে বিডি টিভির আয়োজনে স্মৃতির মনিকোঠায় নোরা শরীফ শীর্ষক এক ভার্চুয়াল স্মৃতিচারণ মুলক স্মরণ সভার আয়োজন করা হয়।
ইউকে বিডি টিভির প্রধান উপদেষ্টা প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ,বুদ্ধিজীবী কলামিস্ট অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর উপস্থাপনায় অনুষ্ঠিত
 স্মৃতিচারণ মুলক স্মরণ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাসান মাহমুদ আলী এমপি ও বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার বিশিষ্ট কূটনীতিক হ্যার এক্সেলেন্সি সাইদা মুনা তাসনীম।

বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিষ্টার আশিকুন্নবী চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামী লীগের  সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব  উমী মাজহার, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুজাত মনসুর, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক খায়রুল আলম লিংকন, নোরা শরীফ এর ভাশুর গোলাম হোসেন শরীফ, ভাগনা মশিউর রহমান খান, ভাতিজা আহমেদ শরীফ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন বাঙালির মহান মুক্তিসংগ্রামে একজন বিদেশিনী হয়েও নোরা শরীফের ভূমিকা ছিল অনন্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারারুদ্ধ হলে তার মুক্তির আন্দোলন ও যুক্তরাজ্যের কিউসি পাঠাতে এবং প্রবাস থেকে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে নোরা শরীফ বিশেষ ভূমিকা পালন করেন। আইরিশ বংশোদ্ভূত হয়েও পরিপূর্ণ বাঙালিত্ব ধারণ করেছিলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার অবদান ভুলার নয়। তেমনি ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে নোরা শরীফ ছিলেন সর্বদা সরব। এমনকি ১/১১-র সময় শেখ হাসিনা কারারুদ্ধ হলে যুক্তরাজ্যের প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রথম কাতারে ও ছিলেন তিনি।
>> মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল প্রয়াত নোরা শরীফের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার অবদানের জন্য তিনি বাঙালির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
>> নাদিম কাদির বলেন, নোরা শরীফ ছিলেন নিজের আলোয় আলোকিত। বাঙালির মুক্তিসংগ্রামে তার অবদান বাঙালির হৃদয়ে থাকবে যুগ যুগান্তরে। সভায় বক্তারা ব্যারিস্টার নোরা শরীফের স্মৃতিকে ধরে রাখতে সরকারের কাছে তার নামে বাংলাদেশে কোনো রাস্তা অথবা কোনো স্থাপনায়  নামকরনের দাবী জানান এবং যুক্তরাজ্যে নোরা শরীফের নামে একটি ট্রাষ্ট গঠনের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার ও যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতি দাবি জানিয়েছেন।।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন