কৃষ্ণাঙ্গ নার্স যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা পেলেন

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রে প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিউইয়র্কের কুইন্সে লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক কৃষ্ণাঙ্গ নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।    ১৪ ডিসেম্বর সোমবার নার্স সান্দ্রা লিন্ডসেকে টিকা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তা সরাসরি নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর টুইটার ফিডে দেখানো হয়।          ১১ ডিসেম্বর শুক্রবার টিকাটির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ১৫০টি হাসপাতালে কয়েক মিলিয়ন টিকা বিতরণ করা হয়।    টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সকালে টুইট করে সবাইকে অভিনন্দন জানান তিনি।    ধারণা করা হচ্ছে, মহামারি প্রতিরোধে এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। আগামী বছরের এপ্রিলের মধ্যে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।    করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬ হাজার ৫২৯ জন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন