মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃসাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় । মন্ত্রণালয়টির এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অর্থ মন্ত্রণালয় হ্যাক করার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। বিবিসির প্রতিবেদন বলছে, সব ফেডারেল অসামরিক সংস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক টুল সোলারউইন্ডস থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। এই টুলের মাধ্যমেই অবৈধভাবে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা-বিষয়ক সংস্থা ফায়ারআই দাবি করার পর ঘটনার এক সপ্তাহ পর এ হ্যাকের ঘটনা প্রকাশ্যে এসেছে। সংস্থাটি জানায়, তাদের কাছ থেকে হ্যাকিং করার টুলস চুরি হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীদের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ হ্যাকের ঘটনার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে এ অভিযোগ ভিত্তিহীন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন