মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি গির্জার সামনে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। ১৩ ডিসেম্বর রোববার নিউইয়র্কের সেইন্ট জন দ্য ডিভাইন গির্জার সামনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। রয়টার্স পুলিশ জানিয়েছে, গির্জাটির সামনে একটি সংগীতানুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পিস্তল হাতে এক ব্যক্তি ‘আমাকে হত্যা কর’ বলে চিৎকার করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়। নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডার্মোট শেই জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি আধা স্বয়ংক্রিয় পিস্তল এবং সন্দেহভাজনের একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তাতে পেট্রলভর্তি একটি ক্যান, রশি, তার, বেশ কয়েকটি ছুরি, একটি বাইবেল ও টেপ ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন