যুক্তরাজ্যে বসবাসরত দোহার নবাবগঞ্জ বাসীদের আয়োজনে সাবেক মন্ত্রী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুল মান্নান এর রুহের মাগফিরাত কামনায় লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
এতে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।
এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ও তার পরিবারের জন্য সকলের কাছে দোহার নবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে দোয়া চেয়েছেন এস এইচ সোহাগ।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, যুক্তরাজ্য বিএন পির সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নেওয়াজ, ঢাকা এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জমান বুলবুল, যুক্তরাজ্য যুবদলের সি: সহ সভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেন, ওলামা দল নেতা মাওলানা শামীম, সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন মানিক, লিয়াকত আলী, হুমায়ন কবির, হাবিবুর রহমান খোকন, ববি আহাম্মেদ, ছাত্র নেতা সোহেল মিয়া, মো: রাকিব, ফজলে রহমান পিনাক, সাইফুল ইসলাম, মো: বেলাল, মো: সানি সহ দোহার নবাবগঞ্জ এর ব্যক্তিবর্গ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন