মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নিজেদের মতপার্থক্য দূরে রেখে দুই দেশ বৈশ্বিক নিরাপত্তা এগিয়ে নিয়ে যাবে। ক্রেমলিনের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। প্রতিটি ক্ষেত্রে বাইডেনের সফলতা কামনা করে পুতিন বলেন, আমার দিক থেকে সহযোগিতার জন্য আমি প্রস্তুত এবং আপনার সঙ্গে যোগাযোগ করবো। বাইডেনকে শুভেচ্ছা জানাতে বাকি থাকা বড় দেশগুলোর নেতাদের মধ্যে একজন ছিলেন পুতিন। পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন প্রধানসহ রুশ কর্মকর্তারা এর আগে মার্কিন নির্বাচন ব্যবস্থার সমালোচনা করেছেন। এটিকে সেকেলে ও জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না বলে তারা বিবরণ দেন। বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামে পুতিন বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ বিশেষ দায়িত্ব বহন করে। ‘কাজেই মতভিন্নতা থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্ব যেসব প্রতিকূলতার মুখে আছে, সেগুলো এবং বহু সমস্যার সুরাহা করতে সত্যিকারের অবদান রাখতে পারবো।’ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাশিয়ার বিরুদ্ধে বাইডেন কঠিন অবস্থান নেবে বলে ধরে নেয়া হচ্ছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন