রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি::- নুছরাত স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক ব্যতিক্রমি খেলার আয়োজন করা হয়েছে মৌলভীবাজর এর ৩নং কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড,থানা বাজার সংলগ্ন মাঠে।
এই ব্যতিক্রমি খেলার মধ্যে ৫টি খেলা ছিলো তার মধ্যে প্রথম খেলা ছিলো ময়দার নিচে গুপ্তধন ফু দিয়ে ধর মানিক রতন।দ্বিতীয় খেলা ছিলো চোখ বন্ধ থাকা অবস্হায় হাঁস কীভাবে ধরতে হয়।তৃতীয় খেলা ছিলো বীরপালুয়ান নাম চতুরমুকী টান পেরিয়ে খেতে হবে আম।চতুর্থ খেলা ছিলো তেল দিয়ে মুড়ান কলাগাছে কি রকম উঠতে হবে।পঞ্চম খেলা ছিলো ভারসাম্য জিলাপী খাই ধরা দিয়ে ও পালিয়ে যাই।
এসময়ে খেলা পরিচালনা কমিটির সদস্য ও আহব্বায়ক সুমন আহমদ তার বক্তব্যে বলেন আমরা মূলত চ্যানেল আই এর শাইখ সিরাজী স্যার এর কৃষ দিবানিশি অনুষ্ঠান দেখে আমাদের এলাকায় এই ধরনের অনুষ্ঠান করার উদ্দ্যোগ নেই। আমরা এলাকার যুবসমাজ মিলে এই খেলার আয়োজন করি।আমরা চাই আমাদের অবসরপ্রাপ্ত বাবা-চাচা ও স্কুল-কলেজ পড়ুয়া ছোট ভাই-বোন এই খেলাটি উপভোগ করুক।মৌলভীবাজার জেলায় আমরা প্রথম এই খেলার আয়োজন করি।আমরা আশাবাদী আমাদের খেলাটি ধারাবাহিক ভাবে প্রতি বছরই চলবে।আমরা এ বছর ছোট পরিসরে আয়োজন করেছি ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে এই খেলার আয়োজন করবো।
সর্বমোট ৫টি খেলায় ৪৫ জন অংশগ্রহণ করেন এবং প্রতিটি খেলা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড খেলার মধ্য দিয়ে ৩ জন করে ১৫ জনকে বিজয়ী ঘোষনা করা হয় এবং তারপরই বিজয়দীর পুরস্কার বিতরণের মধ্যে অনুষ্ঠানের সমাপনী করা হয়।
উক্ত খেলায় সার্বিক ব্যবস্হাপনায়: মারুফ আল-মুকিত। খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম মিলন। এবং উক্ত খেলাটি আয়োজন করেন হোসাইন আহমদ জয়,সুমন আহমদ,দোলন মিয়া,রুমন মিয়া,আবু আখতার,জাকারিয়া শাকিল,করিম মিয়া ও রিফু মিয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন