বুলবুল আহমদ, নবীগঞ্জ ||
নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশে সেকেন্ড অফিসার সমিরন দাসের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলীম উল্লার পুত্র আবু তাহিদ মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এনাতাবাদের (ভাঙ্গারপুল) ব্রিজ থেকে আবু তাহিদ মিয়াকে ৪৪ পুটলা গাজাসহ গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক ভাবে গ্রেফতারের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাসের কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নেই।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু তাহিদ মিয়াকে ৪ মাসের জেল ও ৫শত টাকা অর্থদন্ড করা হয়েছে। পরে আবু তাহিদের কাছ থেকে উদ্ধারকৃত গাজা আগুনে পুড়িয়ে দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন