করোনায় ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩২

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৫৬ জনে। একই সময়ে এক হাজার ৬৩২ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।

বুধবার (১৬ ডিসেম্বর) দেশে করোনা শনাক্ত হওয়ার ২৮৪তম দিন করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩২টি। আর দেশের মোট ১৪০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৫টি। এর মধ্যে ১৬৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৪ জন নারী।

আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৬২২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।

এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর বর্তমানে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন