বিজয় দিবস উপলক্ষে নবাববাড়ী গোল পুকুরে বড়শী প্রতিযোগিতা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

মহান বিজয় দিবস উপলক্ষে পুরাতন ঢাকার ঐতিহাসিক নবাববাড়ী গোল পুকুরে বড়শী প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।

বুধবার {১৬ ডিসেম্বর} পুরাতন ঢাকার ঐতিহাসিক নবাববাড়ী গোল পুকুরে বড়শী প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৪৯ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ বড়শী প্রতিযোগিতা ২০২০ এর আয়োজন করে ঢাকার নবাববাড়ী ট্যাংক কমিটি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভি খাজা আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাজা ফায়সাল আহসানউল্লাহ। 

খাজা ফায়সাল বলেন, মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও জাতীয় বীর এবং লাখো শহীদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি। ১৯৭১ সালের এইদিনে আমরা বিজয় অর্জনের মধ্যদিয়ে পেয়েছি লাল সবুজের পতাকা। এইদিনটিকে স্মরণ করে আমরা নবাব পরিবারের সদস্যরা নানা রকম উৎসবমুখর কর্মসূচী পালন করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারো ঢাকার নবাববাড়ী ট্যাংক কমিটি আয়োজন করে বড়শী প্রতিযোগিতা। 

তিনি আরও বলেন, মাছ ধরার যে কালচার তা একদিনের নয়, সেই নবাবী আমল থেকে হয়ে আসছে। আমরা নবাববাড়ী গোল পুকুরে বড়শী দিয়ে মাছ ধরার কালচারটাকে নবাব পরিবারের সদস্যদের মধ্যে আরো প্রসারিত করে যাচ্ছি। 

অনুষ্ঠান শেষে বড়শী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মৌলভি খাজা আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক খাজা রাসেল,কোষাধ্যক্ষ খাজা ওয়ায়েজ, নবাববাড়ী ট্যাংক কমিটির সভাপতি মোহাম্মাদ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক খাজা মোহাম্মাদ ওয়াসিম উল্লাহ, খাজা মোহাম্মাদ রুসু, খাজা মোহাম্মাদ কাসেফ, মোহাম্মাদ রেহানসহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি ও মুরুব্বীগণ। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন