করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৬৪৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৬২৫ জনে পৌঁছালো। প্রথম করোনা শনাক্তের ১৬১ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৬টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬১৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১২ জন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

বিশ্ব পরিস্থিতি

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুসারে শনিবার সকালে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে পৌঁছেছে, খবর সিনহুয়া। এছাড়া, সিএসএসইর তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনভাইরাসে ৭ লাখ ৬৪ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ১৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৪৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় ৩২ লাখ ২৪ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫ হাজার ৪৬৩ জন মারা গেছেন। এরপরে ভারতে ২৪ লাখের বেশি আক্রান্ত আছেন।

রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো এবং কম্বোডিয়ায় এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন