জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটেনে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকাদান কার্যক্রম শুরুর ১ সপ্তাহের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকা কার্যক্রমের দায়িত্ব থাকা মন্ত্রী নাদিম জাহাউই টুইট করে জানিয়েছেন, প্রথম সাত দিনে দেশজুড়ে ১ লাখ ৩৭ হাজার ৮৯৭ জন টিকা গ্রহণ করেছেন। এটিকে ‘সত্যিই একটি ভালো শুরু’ বলে মন্তব্য করেন তিনি। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
জাহাউই বলেন, যুক্তরাজ্যজুড়ে টিকা সরবরাহে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রথম সপ্তাহে দেশটিতে ৭০টির বেশি হাসপাতাল এই টিকা কার্যক্রমে অংশ নেয়। এই সপ্তাহে আরও ১০টি অংশ নেবে।
বিবিসির খবরে বলা হয়, প্রথমে ৮০ বছরের বেশি বয়সীদের টিকার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন স্বাস্থ্য ও সেবাদানকর্মীও ছিলেন। কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছেন কেয়ার–হাউসের বাসিন্দারা।
যুক্তরাজ্যে এই টিকার কার্যক্রম শুরুর পর ৯০ বছর বয়সী এক নারী প্রথম টিকা পেয়েছেন। তাঁর নাম মার্গারেট কেনান। তিনি নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা।
মার্গারেট কেনান বলেছেন, টিকা নিতে পেরে তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন