১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর সেনানী, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু আমাদের জাতীয় অহংকার ও প্রেরনার উৎস বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাভাষা থাকবে ততদিন বেঁচে থাকবেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু। মহান ভাষা আন্দোলনে তার অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু'র ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নারী আন্দোলন আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জীবদ্দশায় তিনি বলতেন, ‘ভাষা বাঁচলে দেশ বাঁচবে।’ এখন থেকে কেউ আর এই কথা বলবেন না। মরনের পর নয়, জীবিত থাকতেই সকল ভাষা সৈনিকদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্বে রাষ্ট্র ও সরকারের অবহেলা গ্রহনযোগ্য নয়।
তিনি বলেন, বায়াহান্নোর ভাষা আন্দোলনের কথা বললেই যে সকল নারীদের কথা ভেসে উঠে তার মধ্যে রওশন আরা বাচ্চু অন্যতম। অন্যতম এই সৈনিকদের মরনের পরেও আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। শহীদ মিনারে তার মরদেহ নিতে পারি নাই। এটা সকলেরই ব্যর্থতা।
তিনি আগামী বছর ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুকে একুশে পদক প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় নারী আন্দোলনের কো-সমন্বয়কারী শান্তা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সংগঠনের যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আক্তার, শিউলী সুলতানা, ফাতেমা আক্তার মনি, রিভা আক্তার, ফাতেমা আক্তার লাকি প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন