জিবিনিউজ 24 ডেস্ক //
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। সম্প্রতি তার দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ম্যাঁক্রোর দেহে করোনার লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে ৪২ বছর বয়সী এই প্রেসিডেন্টের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সাতদিন আইসোলেশনে থাকবেন তিনি।
ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এ সপ্তাহ থেকে রাতের কারফিউ জারি করা হয়েছে।
মহামারি শুরুর পর থেকে ফ্রান্সে ২০ লাখ মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয় এবং তাদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৪শ’ জন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন