উগ্র ধর্মান্ধ গোষ্টির ষড়যন্ত্র রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিজয়ের মাসে অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সমুন্নত রাখার প্রতিজ্ঞা করতে হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, কোন উগ্রতাই দেশ ও জাতির জন্য কল্যানকর নয়। উগ্র মতবাদ সমাজ ও রাষ্ট্রে সংঘাত ও বিশৃংখলা সৃষ্টি করে। আর সেই সময় সাম্রাজ্যবাদী গোষ্টি ও তাদের সমর্থকরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত থাকে।
নেতৃদ্বয় বলেন, যে যে-দলই করি না কেন সমগ্র জাতিকে একটা জায়গায় বিশ্বাস করতে হবে, আর তা হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা। এর মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন