আগামী সপ্তাহে বাইডেন করোনার টিকা নেবেন

gbn

-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকা নেবেন বলে জানিয়েছে বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তারা। এদিকে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ১৮ ডিসেম্বর শুক্রবার টিকা নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে দ্বিধাদ্ব›দ্ব আছে, তা দূর করে তাদের আস্থা বাড়ানোর লক্ষ্যে বাইডেন ও পেন্স, উভয়েই জনসম্মুখে টিকা নেবেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেওয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আমি লাইনের সামনে থাকতে চাইনি কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমরা আমেরিকার জনগণকে তা দেখিয়েছি, গত বুধবার এক অনুষ্ঠানে বলেছেন বাইডেন। ৭৮ বছর বয়সি এ ডেমোক্র্যাট তার বয়সের কারণে করোনাভাইরাসের জন্য বিবেচিত ‘অতি ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে আছেন। 

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। দায়িত্ব নেওয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে মহামারি যুক্তরাষ্ট্রের ৩ লাখের বেশি মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, এর ভয়াবহতা বার বার উপেক্ষা করেছেন ট্রাম্প। এসব নিয়ে দেশের শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গেও বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট। কখন ট্রাম্পের জন্য টিকা নেওয়া সবচেয়ে ভালো হবে, তার চিকিৎসক দল এটি নির্ধারণ করার পর পরই প্রেসিডেন্টকে টিকা দেওয়া হবে বলে গত মঙ্গলবার জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানি।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে অক্টোবরের প্রথমদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প। তখন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। গত শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন (এফডিএ)। চলতি সপ্তাহ থেকে দেশটিতে এই টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার প্রথম ডোজগুলো যুক্তরাষ্ট্রের চিকিৎসক, নার্স ও সম্মুখ সারিতে থাকা অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধনিবাসের বাসিন্দা ও সেখানকার কর্মীদের এবং দেশটির সরকারি কর্মকর্তাদের দেওয়া হবে। আলাস্কায় একজন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার পর তার মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়েছে বলে গত বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে টিকার প্রয়োগ শুরু হওয়ার পর এটিই একমাত্র বিরূপ প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন