আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ আমির

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খবরটি নিশ্চিত করেছে।

বর্তমান পাকিস্তান টিম ম্যানেজমেন্টের উপরে ক্ষুব্দ আমির। নিউজিল্যান্ড সফরে ৩৫ জনের দল নিয়ে গিয়েছিল পাকিস্তান।কিন্তু সেই দলে জায়গা হয়নি আমিরের। ক্ষোভে, হতাশায় এখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির।

 

বলেছেন, দলের পরিবেশ একদমই ভালো নয়। আমাকে অবহেলা করা হয়েছে। ৩৫ জন সদস্যের মধ্যেও যখন আমাকে রাখা হয়নি, তখনই আমি এটা বুঝতে পেরেছিলাম। এই ম্যানেজমেন্টের অধীনে আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার মনে হয় এখন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই ভালো। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। এই কারণে বাঁ হাতি পেসারকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি। এরপরে সীমিত ওভারের ক্রিকেট থেকে তাকে বাদ দেওয়া হয়। এদিন টিম ম্যানেজমেন্টের কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেও, আমির জানিয়েছেন, তার প্রতি সদয় ছিলেন ২ জন। একজন সাবেক পিসিবি চেয়ারম্যান নাজম শেঠী এবং অন্যজন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

আমির বলেন, পিসিবি আমাকে বহুবার যন্ত্রণা দিয়েছে। আমার উপরে অত্যাচার করেছে। তবুও পিসিবির ২ জনকে আমি ভালো বলবো। পাঁচ বছর নির্বাসনের পরে আমি ফিরে আসি। শেঠী সাহাব ও শাহিদ আফ্রিদিকে আমি চিরকাল ধন্যবাদ দেবো। কঠিন সময়ে এই দু’জন আমাকে যথেষ্ট সাহায্য করেছে। দলের বাকি সদস্যরা বলেছিলো, ‘মোহম্মদ আমিরের সঙ্গে আমরা খেলবো না’।

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের হয়ে অভিষেক হয় আমিরের। কিন্তু সেই বছরই কুখ্যাত লর্ডস টেস্টে ফিক্সিংয়ের অভিযোগে তার উপরে নেমে আসে নির্বাসনের খাঁড়া। নির্বাসনের মেয়াদ শেষ হলে মাঠে ফেরেন আমির। দুরন্ত ছন্দে ধরা দেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে নিজের জায়গা ধরে রাখতে পারেননি আমির। ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্ক খারাপই হয়েছে। এবার নিজেকে আর সংযত রাখতে পারেননি। জানিয়ে দিলেন, এই ম্যানেজমেন্ট তাকে মানসিকভাবে অত্যাচার করেছে। সেই কারণে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন