বিচ্ছেদের পরেও অঙ্কিতার সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত? শুক্রবার (১৪ আগস্ট) এই প্রশ্নেই তোলপাড় ছিল মিডিয়া। প্রথমে চুপ থাকলেও অবশেষে এ নিয়ে মুখ খুললেন সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা।
ফ্ল্যাটের ইএমআই বাবদ এক বছরে যাবতীয় লেনদেনের কাগজ সোশ্যাল মিডিয়ায় এনে অঙ্কিতা লেখেন, 'যতটা সম্ভব স্পষ্টভাবে বলা যায় বললাম। গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত আমার ব্যাঙ্কের লেনদেনের যাবতীয় হিসেবে আপনাদের দেখালাম। আর কিছু বলার নেই আমার। #জাস্টিস ফর এসএসআর।'
লেনদেনের যে স্ক্রিনশট অঙ্কিতা শেয়ার করেছেন তাতে স্পষ্টই দেখা যাচ্ছে, প্রতি মাসে নিজের অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাটের ইএমআই বাবদ ২৩ হাজার ৭৭৫ টাকা এবং ৭৪ হাজার ২৯৬ টাকা করে দিতেন অঙ্কিতা।
শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-এর খবর, এক ইডি কর্মকর্তা জানিয়েছিলেন, মুম্বাইয়ের মালাড অঞ্চলে প্রাক্তন বান্ধবীর একটি ফ্ল্যাটের জন্য প্রতি মাসের ইএমআই দিয়ে যেতেন সুশান্ত। প্রাক্তন বান্ধবী থাকলেও সুশান্তের নামেই ফ্ল্যাটটি।
ইডি সূত্রে আরো জানা যায়, রিয়া নাকি জেরায় জানিয়েছেন সুশান্তের সেই প্রাক্তন বান্ধবী অঙ্কিতা। যার সঙ্গে ৬ বছর সম্পর্কে ছিলেন সুশান্ত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন