শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো যা বললো শিক্ষা মন্ত্রণালয়

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, ‘চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও এক-দুই দিন অপেক্ষা করতে হতে পারে। প্রধানমন্ত্রী এখনও কিছু জানাননি। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হবে। সেটি কাল-পরশু হতে পারে।’

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়াতে হবে। কতদিন বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরো ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

এদিকে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারির কথা বিবেচনায় নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন