জিবিনিউজ 24 ডেস্ক //
প্রতি বছরের ন্যায় এবারো ক্রিসমাস ডে’র কার্ডে ছবি দেয়ার করার জন্য পারিবারিক ছবি প্রকাশ করেছে ইংল্যান্ডের রাজ পরিবার। উইলিয়াম ও ক্যাথরিন এবং তাদের তিনটি শিশু জর্জ, শার্লট এবং লুই এর একটি পারিবারিক এ বছরের ক্রিসমাস কার্ডের জন্য প্রকাশ করা হয়েছে।
রাজপরিবারটি সাধারণত ছুটির সময় অতিবাহিত করে কুইন এলিজাবেথের পৈতৃক বাড়ি লন্ডন থেকে প্রায় ১০০ মাইল উত্তর-পূর্বে গ্রামীণ নরফোকে। প্রতি ক্রিসমাসের এই দিনটি রানী সাধারণত তার ছেলে মেয়ে এবং নাতি-নাতনিদের সাথে জাকজমকভাবে উদযাপন করেন।
তবে করোনামহামারীর কারণে এবারের বড়দিন কিছুটা আলাদাভাবে উদযাপন করবেন তারা। বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন, এডিনবার্গের ডিউক অফ কুইন এবং প্রিন্স ফিলিপ এ বছরের বড়দিন অনেকটা “চুপচাপ” ভাবেই উদযাপন করবেন।
এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমস্ত নিয়মকানুন এবং ডাক্তারের পরামর্শ বিবেচনা করে, কুইন এবং ডিউক অফ এডিনবার্গ সিদ্ধান্ত নিয়েছেন যে এই বছর তারা ক্রিসমাস কাটাবেন অনেক শান্তভাবে।
এ মহামারীর শুরুর দিকে প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম।তাদের তাদের থেকেই করোনায় আক্রান্ত হয়েছিল পুরো রাজপরিবার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন