জিবিনিউজ 24 ডেস্ক //
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ক্রিস্টমাসের পর করোনার ভ্যাকসিন দেয়া শুরু করবে। এ ব্লকের নির্বাহী প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর সিনহুয়া’র।
ভন ডার লিয়েন টুইটার বার্তায় বলেন, ‘এখন ইউরোপের পালা। আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ইউরোপজুড়ে ভ্যাকসিন দেয়া শুরু হবে।’
জার্মানির বায়োএনটেক ও আমেরিকার ফাইজারের যৌথভাবে তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত মূল্যায়ন করতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণের দু’দিন পর এমন ঘোষণা দেয়া হলো।
এদিকে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন করোনা পজিটিভ হন। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল, স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইইউ’র অনেক নেতা এবং একদিন আগে মাক্রোনের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঙ্গেল গুরিয়া সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২২২টি প্রতিষ্ঠান করোনাভ্যাকসিন তৈরির কাজ করছে এবং এসবের মধ্যে ৫৬টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন