গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার(১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা কৃষি অফিস, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও মোনাজাত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী।

যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রিংকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, দেলওয়ার হোসেন চুন্নু, নাজিমুল হক লস্কর প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন