করোনায় আরো ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৮

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২১৭ জনে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।

 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৯ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ১ জন ও সিলেটে ২ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৫০ হাজার ৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, বিশ্বেব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৭৯৮ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৯১ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ১১ হাজার ৫২৭ জন। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭৭ হাজার ৭০২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১৯২ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন