বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ কোটি ৫৬ লাখ ছাড়ালো

 জিবিনিউজ 24 ডেস্ক //

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন রোগী শনাক্তের হার বাড়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ লাখ ৭৪ হাজার ৬০ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৫৯৩ জনে।

 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ১৮০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ১৩ হাজার ২৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৭৮৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭১ লাখ ৬২ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৫০ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (প্রায় ২৭ লাখ ৬৫ হাজার), ফ্রান্স (প্রায় ২৫ লাখ), তুরস্ক (১৯ লাখ ৮২ হাজারের বেশি) ও যুক্তরাজ্য (১৯ লাখ ৮২ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন)। তারপরে ইতালিতে ৬৭ হাজার ৮৯৪ জন, যুক্তরাজ্যে ৬৬ হাজার ৬৪০ জন, ফ্রান্সে ৬০ হাজার ৩৪৩ জন ও ইরানে ৫৩ হাজার ২৭৩ জন মারা গেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন