জিবিনিউজ 24 ডেস্ক //
যেভাবে প্রতিদিন ব্রিটেন করোনাভাইরস আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে । করোনাভাইরস নিয়ন্ত্রনে করতে লক ডাউনের কোন বিকল্প নেই এমনই মন্তব্য করেছেন গবেষকরা। আর এ কারনে যে কোন সময় তৃতীয় জাতীয় লক ডাউন হতে পারে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন , তিনি ব্রিটেনে আরও একটি জাতীয় লকডাউন এড়াতে চান। তবে তিনি স্বীকার করেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে কোভিডের ঘটনা যে ভাবে বেড়েছে
তাতে সবাইকে আরো সচেতনামূলক ভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত ভাবে কাজ করলে তৃতীয় লক ডাউন না দেওয়া হতে পারে তিনি চান না তৃতীয় জাতীয় লক ডাউন দেওয়া হোক।তবে জনসাধারনের জীবন রক্ষার দায়িত্ব ও সরকারের”।
ইংল্যান্ড ছাড়া অন্যান্য দেশে ইতিমধ্যেই জাতীয় তৃতীয় লক ডাউন ঘোষনা করেছে।
১/ ২৬ ডিসেম্বর ২০২০ থেকে নর্দান আয়ারল্যান্ডে শক্তিশালী ভাবে নতুন ছয় সপ্তাহের লকডাউন ঘোষণা কর হয়েছে।
২/ ওয়েলসে ২৮ই ডিসেম্বর ২০২০ থেকে লকডাউন শুরু।
৩/ স্কটিশ সরকার মঙ্গলবার পর্যালোচনার পর স্কটল্যান্ড নতুন করে জাতীয় লক ডাউন ঘোষনা করতে পারে। তবে এখনো চুরান্ত সিদ্ধান্ত গ্রহন করেনি।
স্বাস্থ্য কর্তারা সতর্ক করে দিয়েছেন যে এনএইচএস ইতিমধ্যে উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে।
রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের সভাপতি ডাঃ ক্যাথরিন হেন্ডারসন বলেছেন, ভাইরাসটির আটকানোর জন্য ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে “যা কিছু লাগবে” করার দরকার ছিল, যদিও এর অর্থ “সম্পূর্ণ লকডাউন” ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন