মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। ১৮ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। খবর বিবিসির। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন। ৬১ বছর বয়সী পেন্স তার স্ত্রী ক্যারেন ও জেনারেল অ্যাডামসের সঙ্গে স্থানীয় সময় সকাল ৮টায় ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধু ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন