মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অ্যান্থনির প্যাক্সন রেস্তোরাঁয় বসে এক ব্যক্তি খাবার খান। তার খাবারের বিল আসে ২০৫ ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার। ওই ব্যক্তি বিল পরিশোধ করে নারী ওয়েটারকে বকশিশ দেন ৪ লাখ ২০ হাজার টাকা। ব্যতিক্রমী এই ঘটনার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ব্যক্তির সহৃদয়তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। প্যাক্সন রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন গিয়ানা ডি অ্যাঞ্জেলো। এখানে কাজ করার পাশাপাশি চেস্টারের উইডেনার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাও করেন তিনি। সম্প্রতি রেস্তোরাঁয় এক আগন্তুক খেতে আসেন। খাওয়ার বিল হয়েছিল ২০৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ২০০ টাকা)। বিল পরিশোধ করে আগন্তুক ওই নারী ওয়েটারকে বকশিশ হিসেবে দিয়েছেন ৫ হাজার ডলার (৪ লাখ ২০ হাজার টাকা)! মাত্র ১৭ হাজার টাকার খাবার পরিবেশন করে ওই ব্যক্তির কাছ থেকে এত বড় বকশিশ পেয়ে দারুণ খুশি গিয়ানা। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘উনি খুশি হয়ে যা টিপস দিতেন, তাতেই আমি খুশি হতাম। কিন্তু এই পরিমাণ বকশিশের ব্যাপারটি এখনো বিশ্বাস করতে পারছি না।’ এই টাকা দিয়ে কলেজের বাকি ফি মেটানোর পাশাপাশি ভালো কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন গিয়ানা। তিনি জানান, আগন্তুক তার পরিচয় জানাতে নিষেধ করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন