হোয়াটসঅ্যাপ পুরোনো আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:প্রতিবছরের মতো আবারও আসছে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সন। তবে নতুন ভার্সনে থাকছে না তেমন কোনো খুশির খবর। বরং যারা পুরোনো আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখের সংবাদও বটে।    নতুন বছর শুরুর আগেই আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি বলছে, আসছে জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের পুরোনো ভার্সনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।    আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ এর আগের ভার্সনে চলবে না অ্যাপ্লিকেশনটি। হোয়াটসঅ্যাপ ২০২১ সালের জানুয়ারি থেকে পুরোনো ভার্সনে কাজ করা বন্ধ দেবে বলে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।    হোয়াটসঅ্যাপ ডে ক্যাটেরিয়া দিয়েছে অপারেটিং সিস্টেম তার চেয়ে উপরে বেশির ভাগ ফোনের। ফলে এসব ব্যবহারকারী তাদের ফোন আপডেট না করায় রয়ে গেছে পুরোনো সিস্টেমে। এরই মধ্যে বেশ কিছু ফোনে চেস্ট করেও সম্ভব হয়নি আপডেট। অ্যাপ্লিকেশন বন্ধ হতে চলা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস ব্লাক, মটোরোলা ড্রয়েড রেজার ও স্যামসাং গ্যালাক্সি এস২।    অন্যদিকে আইওএস ৯ এ আপডেটের অপেক্ষায় রয়েছে আইফোন ৪এস, আইফোন ৫, আইফোন ৫ এস, আইফোন ৬ এবং আইফোন সিক্স এস। তবে আইফোন ৪ পর্যন্ত সকল মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে।    সংস্থাটি বলছে, কোনো ফোন যদি আপগ্রেডেবল হয়, তাহলে অবশ্যই আপগ্রেড করা যাবে আইওএস বা অ্যান্ডয়েডে।    পুরোনো ফোনটি কোন ভার্সনে রয়েছে তা দেখার জন্য আইফোন ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করতে হবে। এরপর ইনফরমেশনে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে এবং সেটিংসের অ্যাবাউট ফোনে ক্লিক করে অপারেটিং ভার্সন দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন