জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটকে দেশ ও বিদেশের মাটিতে যারা সুন্দরভাবে উপস্থাপন করে আসছেন সেই সকল সংগঠনকে নিয়ে সম্পন্ন হলো সিলেট কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১।
প্রাথমিকভাবে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় সিলেট সাইক্লিং কমিউনিটি, ট্রাভেলার্স অফ সিলেট, সিলেট বাইকিং কমিউনিটি ও সিলেট রানার্স কমিউনিটি| চার দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনালে সিলেট সাইক্লিং কমিউনিটিকে হারিয়ে চ্যাম্পিয়ণ হয় ট্রাভেলার্স অফ সিলেট|
সিলেটের উল্লেখযোগ্য সামাজিক সংগঠনগুলোকে নিয়ে খুব শিগগিরই বৃহৎ পরিসরে টুর্নামেন্টের সিজন-২ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন