জিবিনিউজ 24 ডেস্ক //
যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার গুপ্তচরবৃত্তির জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার (১৮ ডিসেম্বর) পম্পেও বলেন, আমরা বেশ পরিষ্কারভাবে বলতে পারি সাইবার হামলায় রাশিয়া জড়িত রয়েছে।
মস্কোর জড়িত থাকার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া সাইবার হামলার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন প্রতিষ্ঠান সোলারউইন্ডসের তৈরি সফটওয়ার লক্ষ্য করে চালানো হামলার তথ্য জানা যায় গেল সপ্তাহে। কয়েক মাস ধরে এ হামলা চলে। হামলার টার্গেটে পরামাণু অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্ব থাকা একটি প্রতিষ্ঠানও ছিল।
সরকারি সংস্থা মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, হামলায় নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি হয়নি। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সংস্থাগুলো আগেই জানতে পারে, তাদের প্রতিষ্ঠানে একইধরনের সফটওয়ারের মাধ্যমে হামলার চেষ্টা চলছে।
গবেষকরা এ হামলার নাম দিয়েছেন সানব্রাস্ট। তারা এটিকে অন্যতম বড় সাইবার হামলা বলে অভিহিত করেছেন। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কয়েক বছর লেগে যেতে পারে বলেও জানান তারা।
সাইবার হামলা সম্পর্কে পম্পে কী বলেছেন?
শুক্রবার মার্কিন টক শো উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া সাক্ষাতকারে পম্পেও বলেন, তিনি বিশ্বাস করেন গেল কয়েক মাস ধরে মার্কিন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে অনুপ্রবেশ করেছে রাশিয়া।
পম্পেও বলেন, মার্কিন গুরুত্বপূর্ণ সরকারি ওয়েব সাইট হ্যাক করার জন্য তৃতীয় পক্ষের উল্লেখযোগ্য বেশকিছু সফটওয়ার ব্যবহার করা হয়েছে।
মার্কিন জ্বালানি বিভাগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা যার মধ্যে বাণিজ্য, হোমল্যান্ড সিকিউরিটি, পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়কে পরিশীলিত ওই সাইবার হামলার টার্গেট করা হয়।
পম্পেও বলেন, মার্কিন পর্যবেক্ষকরা হামলার অনুসন্ধান করছেন। তারা ইতোমধ্যে এ বিষয়টি উদঘাটন করতে পেরেছেন। তবে অধিকাংশ তথ্য নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হবে না। রাশিয়া আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করতে চায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন