গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাজী সেলিমের একের পর এক অবৈধ স্থাপনা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

নদীর জায়গায় থাকা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের আরেকটি স্থাপনা গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ।

রোববার বুড়িগঙ্গা তীরের কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায় চালানো হয় অভিযান। এদিন ছোটবড় মিলে প্রায় ৩৬টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সোমবার একই এলাকায় চালানো হবে অভিযান।

 

সাটানো সাইনবোর্ড অনুযায়ী ক্রয়সূত্রে এই জমির মালিক ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তবে সরকারের নথিতে এই জমি নদীর। সে জায়গা উদ্ধারে অভিযান বিআইডব্লিউটিএ’র।

এক তো নদীর জায়গা, অপরদিকে নদীর তীরভূমিতে কোনো স্থাপনা গড়তে হলে অনুমোদন নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। মজবুত কাঠামোর এই স্থাপনা গড়তে নেয়া হয়নি তা।

গেল বছর ঢাকা চারপাশে নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরুর পর এই এলাকায় স্থায়ী সীমানা পিলার বসায় সরকার। পিলারের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদে চালানো হচ্ছে এই যাত্রার অভিযান। যদিও এনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কেউ কেউ।

এ দিন অভিযানে নদী তীরের প্রায় ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন