জিবুতিতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশি অভিবাসীরা বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখছেন

gbn

বিশেষ প্রতিনিধি :---    

পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে অভিবাসী বাংলাদেশিদের নিয়ে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজধানী জিবুতি সিটির একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জিবুতিতে নিযুক্ত অনারারী কনসাল ওসামা জামিল ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো: হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।                                                        

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় রাষ্ট্রদূত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে যে যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে সে সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। তিনি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। রাষ্ট্রদূত বলেন- প্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিদেশে দেশের দূত হয়ে ভাবমূর্তিও উজ্জ্বল করছেন।    অনুষ্ঠানে উপস্থিত জিবুতিতে বাংলাদেশের অনারারি কনসাল ওসামা জামিল বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার নায়কই ছিলেন না বরং বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এসময় অনারারি কনসাল ওসামা জামিল রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সাথে নিয়ে বিজয় দিবস উপলক্ষে কেক কাটেন।   পরে আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়া অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করেন। অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের উন্নয়নের জন্য দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর উপর নির্মিত

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন