যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিন গ্রহণ

gbn

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:-করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিন গ্রহণ করেছেন।    মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটি জানা যায়।                 প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কের ডেলাওয়ার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে করোনাভাইরাসের ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।    এর আগে দেশটির জনগণের মধ্যে সংশয় দূর করেত জনসম্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন।    টিকা নেওয়ার পর তিনি মার্কিনিদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন।    জো বাইডেন বলেছেন, ‘আমি টিকা গ্রহণ করেছি মানুষকে বুঝানোর জন্য যে, উদ্বেগের কিছু নেই। ভ্যাকসিন যখন সহজলভ্য হয়ে যাবে তখন টিকা নেওয়ার জন্য মানুষকে প্রস্তুত করা উচিত।’    এক অনুষ্ঠানে বাইডেন বলেছেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’    উইলমিংটনে সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যে নেব’’।    প্রসঙ্গত, করোনাভাইরাসের টিকা দেশটিতে প্রথম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত এক নার্স। সান্দ্রা লিন্ডসে নামের ওই নার্স নিউ ইয়র্ক শহরের প্রথম ব্যক্তি হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে এই টিকা গ্রহণ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন