মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:বাগদান সারলেন মার্কিন জনপ্রিয় পপ সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। রিয়াল এস্টেট ব্যবসায়ী প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে বাগদান হয়েছে তার। বাগদানের খবর নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন ২৭ বছর বয়সী এ পপ তারকা। ইনস্টাগ্রামে বাগদত্তর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আরিয়ানা গ্র্যান্ডে। শেয়ার করা একটি ছবিতে তার আঙ্গুলে দেখা মিলেছেন বাগদানের বড় একটি আংটি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সারা জীবনের।’ জানা গেছে চলতি বছরের মার্চ মাস থেকে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। করোনাভাইরাসের লকডাউনে এই জুটি একসঙ্গেই কোয়ারেন্টাইনে ছিলেন। আর তাই দুজন দুজনকে জানার এবং বোঝার অনেকটা সময় পেয়েছেন। যে কারণে বাগদান সেরে ফেললেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন