সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমী'তে মোকাব্বির খাঁন, মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান

মিজানুর রহমান মিজান, সিলেট(বিশ্বনাথ) থেকেঃ এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অমর ভাষনের মধ্যে দিয়ে এদেশের আপামর বীর বাঙালির রক্তে অর্জিত স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ও জীবিত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেছেন,সিলেট২-(বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের মাননীয় সংসদ সদস্য, গনফোরামের প্রেসিডিয়াম সদস্য,জন প্রশাসন মন্ত্রনায়লয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোকাব্বির খাঁন (এমপি)। আজ (২২শে ডিসেম্বর) বেলা ২ঘটিকার সময় মহান মুক্তিযুদ্ধে বীরত্ব গাঁথা অনন্য অবদানের জন্য খাজাঞ্চি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় কর্তৃক এক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে উপরোল্লিখিত কথাগুলি বলেন মোকাব্বির খাঁন । তিনি আরো বলেন,একাডেমিতে ডিজিটেল ল্যাবের ব্যবস্থা এবং আব্দুল হান্নানের জীবদ্দশায় বিদ্যালয়কে কলেজে রুপান্তর করবেন বলে আশ্বস্থ করেন। বিদ্যালয়ের ভূমি দাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট কবি মিজানুর রহমান মিজান,একাডেমির প্রধান পৃষ্টপোষক আব্দুশ শহীদ,বৃহত্তর সিলেট জেলা আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরব শাখার সভাপতি আলহাজ্ব আরশ আলী গনি, আ খ ম এনামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, মুক্তিযোদ্ধা সানোয়ার মিয়া,মাষ্টার মোহাম্মদ সুহেল,সংগঠক কয়েছ আহমদ,এডভোকেট আক্তার হোসেন, মুহিবুর রহমান সুইট, ফজলুর রহমান, সুবেদার পুত্র সাজিদুর রহমান সুহেল,লেখক সমুজ আহমদ সায়মন, তাজ উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, সাংসদের প্রেসসচীব অসিত রঞ্জন দেব,সাংবাদিক নুর উদ্দিন,জামাল হোসেন, নুরুল আমিন সাবেক মেম্বার,বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। পবিত্র কুরআন তেলোয়াত করেন ফরহাদ হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার মুহিবুর রহমান। সংবর্ধিত মুক্তিযুদ্ধাগন হলেন যথাক্রমে ওয়াহিদ আলী রাউতর গাঁও,মকদ্দুছ আলী লালার গাঁও,উস্তার আলী গনাইঘর,আলীম উল্লাহ ছোট দিঘলী,হাজী আপ্তাব আলী গোবিন্দ নগর,আজিজুর রহমান নোয়াগাঁও,সানোয়ার আলী হামদর চক,মাহমুদ আলী গনাইঘর,ওয়াব আলী হামদর চক,আলমাছ আলী তবল পুর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন