জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাকালে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বিরক্স। খবর বিবিসি।
সামাজিক দুরত্ব অমান্য করে পারিবারিকভাবে উদযাপিত থ্যাংকস গিভিং ডে’তে অংশগ্রহন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন ৬৪ বছর বয়সী এ মার্কিন ভাইরাস বিশেষজ্ঞ। যার ফলে বুধবার নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন তিনি। ড. ডেবোরাহ বলেন, এ সিদ্ধান্ত নেয়া কিছুটা কষ্টকর, তবে আমার পরিবারের জন্য মেনে নেওয়াটা খুব কঠিন।
এইডস বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। রিগ্যান প্রশাসনের আমল থেকে মার্কিন সরকারের সঙ্গে তিনি যুক্ত আছেন। জানা গেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গেও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ড. ডেবোরাহ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন