যথাযোগ্য মর্যাদায় শেরপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস পালিত

জিবি নিউজ ডেস্ক।।   

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃেন্দর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব, মৌলভীবাজার এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

 

প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভুঁইয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে অনুসরণ করে সকলের প্রতি দেশ গড়ার প্রত্যয়, বিনম্র  শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানান। এবং আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

 

এসময় উপস্থিত বক্তব্য রাখেন,  সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া, অর্থ-সম্পাদক মোফাদ আহমদ, কার্যনির্বাহ সদস্য মো: ফাহাদ আহমদ, রিপন মিয়া, শাহাব উদ্দিন, সোহাগ আহমদ, কয়েছ মিয়া, আব্দুর রহমান পারভেজ প্রমুখ।

 

শেষে প্রেসক্লাবের সদস্য হাফেজ জুবায়ের আহমেদ এর মাধ্যমে ১৫ আগস্ট নৃশংসভাবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন