জিবিনিউজ 24 ডেস্ক //
দেশের পশ্চিমের বেনিশাঙ্গুল-ঘুমুজ অঞ্চলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ৪২ জনকে হত্যা করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সরকারি টেলিভিশন চ্যানেল ফানা টিভি এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার ইথিওপিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছিল, বন্দুকধারীদের হামলায় বেনিশাঙ্গুল-ঘুমুজের বিকোজি গ্রামে শতাধিক মানুষ নিহত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে ফানা টিভি জানিয়েছে, অভিযানে সেনারা তীর-ধনুকসহ অন্যান্য অস্ত্র জব্দ করেছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন, বিকোজি গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। এই এলাকাটিতে প্রায়ই জাতিগত সংঘাতের ঘটনা ঘটে থাকে।
তিনি বলেছেন, বেনিশাঙ্গুল-ঘুমুজে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হত্যাকাণ্ড দুঃখজনক। সরকার মূল সমস্যা সমাধানের চেষ্টা করেছে এবং প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন