ফ্রান্স করোনায় ফ্রন্টলাইনার অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে-

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি ঃকরোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্মুখযোদ্ধা বা সামনের সারিতে কাজ করা শত শত অভিবাসী কর্মীকে দ্রুততম সময়ে বা প্রথম শ্রেণির নাগরিকত্ব দিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।

 

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা কাজে অংশগ্রহণকারী বাসিন্দাদের দ্রুত স্বীকৃতি চেয়ে আবেদন করার আহ্বান জানিয়েছিল।

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, সাত শতাধিক মানুষ এরই মধ্যে নাগরিকত্ব গ্রহণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তাদের মধ্যে পেশাদার স্বাস্থ্যসেবা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং দোকান মালিক রয়েছেন।

 

বিশ্বজুড়েই সামনের সারিতে থাকা কর্মীরা সবচেয়ে বেশি হারে কোভিড-১৯ এর সংস্পর্শে এসেছেন। এদের মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে অনেক চিকিৎসক ও নার্স মারা গেছেন।

 

সাধারণত ফ্রান্সের নাগরিকত্ব পেতে হলে দেশটিতে টানা ৫ বছর বসবাস করতে হয়। একই সঙ্গে একটি স্থিতিশীল আয় এবং ফরাসি সমাজে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরতে হয়। কিন্তু সরকার বলছে, কোভিড-১৯ এর কর্মীরা ‘তাদের মহান সেবা’ কাজের স্বীকৃতি হিসেবে ফ্রান্সে মাত্র দুই বছর বসবাস করলেই নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 

ফ্রান্স বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত ১০ দেশের অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬২ হাজারের মতো মানুষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন