কোনো ঘোষণা না দিয়েই চুপিচুপি বিয়ে সেরে ফেললেন টালিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। ঘটা করে আনুষ্ঠানিক বিয়ে না হলেও আপাতত আইনি বিয়ে সেরে ফেলেছেন তারা।
ইনস্টাগ্রামে নিজেই সে ছবি শেয়ার করেছেন মানালি। ক্যাপশনে লিখেছেন, ‘রেজিস্টার্ড’।
আইনি বিয়ের দিন একেবারে সাদাসিধে পোশাকেই দেখা গেল বর ও কনে দু’জনকেই। মানালির পরনে সালোয়ার। পরিচালক অভিমন্যুও আইনি বিয়ের দিনে সাধারণ পোশাকেই উপস্থিত।
এরপর বেশ কিছুদিন কাজ থেকেও বিরতি নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরা। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী। এর সুবাদেই দু’জনের সুসম্পর্ক গড়ে ওঠে।
অভিমন্যুর সঙ্গে সুন্দর মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মানালি। ঠিক যেমন বাদ পড়েনি আইনি বিয়ের ছবিও। আর তাই শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন