ইংল্যান্ডের বেডফোর্ড শায়ার ও নর্থাম্পটন শায়ারে আকস্মিক বন্যা : ১৩০০ বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

জিবিনিউজ 24 ডেস্ক //

সামুদ্রিক ঝড়ের বেলার প্রবাহে ইংল্যান্ডের বেডফোর্ড ও নর্থাম্পটন শায়ারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ২৩ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্রিসমাসের দিন ও ক্রিসমাসের আগের দিন ভোগান্তি পুয়াতে হয়েছে নর্থাম্পটন শায়ারের ও বেডফোর্ড শায়ারের ১৩০০ বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশ এই পরিস্থিতিকে মারাত্মক হিসেবে উল্লেখ করে কাউকে নদী তীরবর্তী স্থানে একা থাকতে বারন করেছে।

এদিকে নর্থাম্পটনের স্পেনসারের একটি পার্কে হাটু পানি ছিলো। আরো নর্থাম্পটন শায়ারের বেশ কয়েকটি এলাকার রাস্তা ঘাট হাটু পানির নীচে ছিলো। অনকেই ড্রাইভিং করতে গিয়ে ছোট খাটো অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন।

কারী ব্যবসায়ী আমিরুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদক কে বলেন,ভারী বৃষ্টিপাত হওয়ার কারনে আমার এলাকা নর্থাম্পটন শায়ারের রোড ভিলেজের বেশ কয়েকটি রাস্তা পানীর নীচে ছিলো। তাই আমি কার চালিয়ে রতওয়েল যাওয়ার পথে বেশ বেগ পেতে হয়েছে। ভয়ে ভয়ে কার চালিয়েছি।

নর্থাম্পটন শায়ারের এক হাজারের বেশী পরিবারকে সানান্তর করা হয়েছে লকেল পার্কে।

নর্থাম্পটনের বিলিং একোডমের বিভিন্ন রাস্তা পানির নীচে ছিলো। স্থানীয় বাসিন্দা আসিক মিয়া বলেন, আমার স্পেনসারের ঘরে সামনের পার্ক পানীর নীচে ছিলো। হঠাত এই বন্যার কারনে আমরা চলাচল করতে খুব কষ্ট হয়েছে।
বন্যা কবলিত একাকা গুলোতে করোনা বিধি নিষেধ টিয়ার ফোর জারী থাকলে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের অন্যের ঘরে গিয়ে আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় কতৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন