শ্রীমঙ্গল রেলস্টেশনে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

জিবিনিউজ 24 ডেস্ক //

রাতের আঁধারে রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে  থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের গায়ে কম্বল পরিয়ে দিলেন  জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ মৌলভীবাজারের  শ্রীমঙ্গল রেলস্টেশনের প্লাটফর্মে ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে পরিয়ে দেন কম্বল।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এই শীতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দকৃত ৩৩,০০০ কম্বল পাওয়া গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু করা হয়েছে।

 তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ নেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন