শিক্ষকের মৃত্যুবার্ষিকী - রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে দোয়া দিবস ঘোষণা

gbn

সাগর চৌধুরী, প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা শাখার শিক্ষকমন্ডলির আবেদনের ভিত্তিতে ইদ্রিস স্যারের মৃত্যুবার্ষিকীর এই দিনটিকে দোয়া দিবস হিসেবে বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করার ঘোষণা দেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মদ। ২৪ ডিসেম্বর বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, এখন থেকে প্রতিবছর এইদিনটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল বোর্ড কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

 

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ, সৌদি আরবের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিসুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্স ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

পরে রসায়ন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল আহম্মদ ইদ্রিস স্যারসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন