ক সেনা কর্মকর্তার দেহে করোনা শনাক্ত হওয়ার পর পেছানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার যৌথ সামরিক মহড়া। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সময় থেকে দু’দিন পরে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ আগস্ট) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, এই মহড়া রোববার শুরুর হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে দু'দিন পিছিয়ে মহড়া আগামী মঙ্গলবার শুরু হবে।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তার দেহে গত শুক্রবার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরেই রোববার মহড়া পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।
এদিকে, দু'দেশের এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে উত্তর কোরিয়া। এর আগেও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এ ধরনের সামরিক মহড়ায় নজর রেখেছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং দু'দেশের এই যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বলে অভিহিত করে থাকে। এর আগে করোনা মহামারির কারণে বসন্তকালীন যৌথ মহড়া বাতিল করেছিল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন