ট্রাম্পের ‘২য় অভিষেক’ আয়োজন করছেন সমর্থকরা ২০ জানুয়ারি

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। একই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দ্বিতীয় অভিষেক’ অনুষ্ঠানের আয়োজন করবেন তার কয়েক হাজার সমর্থক। তবে ট্রাম্পের জন্য তাদের এ আয়োজন হবে ভার্চুয়ালি অনলাইনে।  ফেসবুকে ৬০ হাজারের বেশি মানুষ ইঙ্গিত দিয়েছেন যে তারা ‘ডোনাল্ড জে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে’ অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।  ফেসবুক পাতার বিবরণে বলা হয়, ‘ডিসক্লেইমার : প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের প্রতি আমাদের সমর্থন দেখিয়ে আমরা তৃণমূলের ৩ লাখ ২৫ হাজার সমর্থক সংগ্রহ করেছি। আনুষ্ঠানিক কোনো সংস্থার সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই।’  ফেসবুকও এই পাতায় একটি ‘ডিসক্লেইমার’ যুক্ত করেছে। এতে বলা হয়েছে, ‘জো বাইডেন নির্বাচিত প্রেসিডেন্ট। ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন।’  অনুষ্ঠানটি ২০ জানুয়ারি দুপুর ১২ টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই সময় বাইডেন শপথ গ্রহণ করবেন। ট্রাম্পের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করবেন ইলির চামি এবং এভি কোকালারি। তারা ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারের অংশীদার ছিলেন এবং ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের মতো ডানপন্থী নিউজ নেটওয়ার্কগুলোতে নিয়মিত উপস্থিত থাকতেন।  ফেসবুক পেজে সাম্প্রতিক একটি পোস্টে কোকালারি ফেসবুকের ‘ডিসক্লেইমার’ পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘আমাদের ভোটাধিকার আক্রমণের শিকার! এই কি আমাদের বাকস্বাধীনতা! এবং এই পোস্টে ফেসবুকের ডিসক্লেইমার তাই প্রমাণ করে।’  এদিকে ইলেকটোরাল কলেজ সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের জয়ের প্রমাণ দিলেও ট্রাম্প তা এখনো মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন