বিপিটিএমএ দ্বি-বার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদের বিজয়

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়লাভ করে। 

গতকাল শনিবার {২৬ ডিসেম্বর} রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়।এফবিসিসিআই এর পরিচালক হাজী আবু মোতালেব, এফবিসিসিআই'র পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ এবং শহিদুল ইসলাম স্বপনের নেতৃতে গঠিত নির্বাচন বোর্ড সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এই নির্বাচন সম্পন্ন করেন। এফবিসিসিআই এর পরিচালক হাজী আবু মোতালেব নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক হাজী আবু মোতালেব জিবি নিউজকে জানান, বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন বেবসায়িদের কাছে মাইলফলক হয়ে থাকবে। জয় পরাজয় থাকবেই। নির্বাচনের ফলাফল যাইহোক সকলে মেনে নেবেন এই প্রত্যাশা করি। 

এফবিসিসিআই'র পরিচালক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ জিবি নিউজকে জানান, সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন। স্থানিয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।  

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জিবি নিউজকে জানান, আমাদের পুলিশ প্রশাসন দিনভর কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।আমরা আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের পরামর্শক্রমে যথাযথ বেবস্থা গ্রহণ করেছি যাতে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট প্রদান করতে পারেন। আমরা চাই এই ভোটের মাধ্যমে যথার্থ ভাগ্য নির্ধারণ হোক এবং ঐ নির্বাচিত কমিটির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেতুবন্ধন তৈরি হবে। 

নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ মামুন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ আউয়াল হোসেন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলামগীর, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, এফবিসিসিআই'র পরিচালকবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ অসংখ্য স্থানিয় গণ্যমান্য ও বেবসায়ি বেক্তিবরগ আসেন ভোট কেন্দ্র পরিদর্শনে।  ভোট কেন্দ্র পরিদর্শনে আসা নেতৃবৃন্দরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা অনিয়্ম আমাদের নজরে আসেনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিপিটিএমএ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২২ -এ সমমনা পরিষদ ও সম্মিলিত পরিষদের মোট ৪২ জন পরিচালক পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এসোসিয়েশনের অন্তর্ভুক্ত মোট ভোটার সংখা ১৩৬৫ জন। এর মধ্যে ১২৯০ জন ভোট প্রদান করেন। ভোট গণনায় ৩৩ টি ভোট নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে বাতিল করেন এবং ১২৫৭ টি ভোট বৈধ বলে গণ্য হয়। ভোট গণনা সম্পন্ন হলে উৎসবমুখর পরিবেশে রাতেই ফলাফল ঘোষণা করা হয়। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ফলাফল ঘোষণা নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক হাজী আবু মোতালেব।  

বিপিটিএমএ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২২ -এ সম্মিলিত পরিষদ জয়লাভ করে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন