মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহন করেন।রোববার ১৬ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন মুন হলে পুলিশসুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃআশরাফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে পুলিশের সকল কর্মকার্তাসহজেলার প্রতিটি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়াও অতিথিদের হাতে পুলিশ সুপারের লিখা ‘অপরাধ দন্ড সমগ্রহ’ বই উপহার দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন