জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকার গারো ও খাসিয়া ১৫০ পরিবারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
শনিবার রাত ৮টায় সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ দিয়ে এ পরিবারগুলোকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আলমগীর চৌধুরীর পরিচালনায় বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালযের ডিজিএম খাদেমুল ইসলাম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এম.পি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশীরভাগ এলাকা বিদ্যুতায়নের বাহিরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হয়েছে। তারই আওতায় আজ এই পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন