মৌলভীবাজারের কমলগঞ্জের গারো ও খাসিয়া পরিবারে বিদ্যুৎ সংযোগ

   জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকার গারো ও খাসিয়া ১৫০ পরিবারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

শনিবার রাত ৮টায় সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ দিয়ে এ পরিবারগুলোকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আলমগীর চৌধুরীর পরিচালনায় বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালযের ডিজিএম খাদেমুল ইসলাম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এম.পি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশীরভাগ এলাকা বিদ্যুতায়নের বাহিরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হয়েছে। তারই আওতায় আজ এই পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন