এনামুল হক আলম
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরে সরকারী রাস্তায় গার্ড ওয়াল নির্মাণ নিয়ে বিরোধে একজন খুন হয়েছেন।
২৬ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের খোকা দাসের পুত্র সজল দাস (৪০) খুন হন।
পুলিশ জানায়, সজল দাস রাজনগর উপজেলার তারাপাশা বাজারে ব্যবসা করতেন। ব্যবস্যাস্থল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের উপাই দাসের পুত্র গোপাল দাস মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সরকারী রাস্তায় গার্ড ওয়াল নির্মাণ নিয়ে তাদের উভয়ের মধ্যে কয়েকদিন থেকে ঝগড়া চলছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন